রেলওয়ের পাশের নিয়মাবলী পাশ কি: সহজ ভাবে বলতে গেলে পাশ হল 'অনুমতি পত্র '। অর্থাৎ যে অমুমতিপত্রের দ্বারা রেলওয়েতে ভ্রমনের অনুমতি দেয়া হয় তাকে পাশ বলা হয়।
পাশ দুই রকমের:কার্ড পাশ ও সুবিধা পাশ।
কারা পাশ পাবেন :১.রেল কর্মচারীর স্ত্রী ২.২৫ বছরের নিচের পূত্র সন্তান বা সৎ ছেলে ৩. অবিবাহিতনকন্যা বা সৎ কন্যা ৪. বিধবা কন্যা, সৎ কন্যা, পূত্রবধূ ৫.একজন পালিত সন্তান যদি কর্মচারীর নিজের সন্তান না থাকে ৬.তালাক প্রাপ্তা কন্যা, যদি কর্মচারীর উপর নির্ভরশীল হয় ৭.নির্ভরশীলতা সাপেক্ষে যারা পাশ পাবেন : ১.পিতা মাতা অসমর্থ হলে ২.বিধবা মা বা সৎ মা ৩. অবিবাহিতা, বিধবা বা সৎ বোন, যদি পিতা জীবিত না থাকে বা সমর্থ হয় ৪. ভাই বা সৎ ভাই যার বয়স ২১ বছরের নিচে এবং পিতা জীবিত না থাকলে।এছাড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের কর্মচারী, কল্যান ট্রাষ্টের কর্মচারী, জিআরপি সদস্য, পার্টটাইম কর্মচারী, রেলওয়ের বিভন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী গন ও তাদের পরিবারের সদস্য গন ও নির্ভরশীল আত্মীয় গন পাশ পাবার অধিকার ভুক্ত।
পাশ দুই রকমের:কার্ড পাশ ও সুবিধা পাশ।
কারা পাশ পাবেন :১.রেল কর্মচারীর স্ত্রী ২.২৫ বছরের নিচের পূত্র সন্তান বা সৎ ছেলে ৩. অবিবাহিতনকন্যা বা সৎ কন্যা ৪. বিধবা কন্যা, সৎ কন্যা, পূত্রবধূ ৫.একজন পালিত সন্তান যদি কর্মচারীর নিজের সন্তান না থাকে ৬.তালাক প্রাপ্তা কন্যা, যদি কর্মচারীর উপর নির্ভরশীল হয় ৭.নির্ভরশীলতা সাপেক্ষে যারা পাশ পাবেন : ১.পিতা মাতা অসমর্থ হলে ২.বিধবা মা বা সৎ মা ৩. অবিবাহিতা, বিধবা বা সৎ বোন, যদি পিতা জীবিত না থাকে বা সমর্থ হয় ৪. ভাই বা সৎ ভাই যার বয়স ২১ বছরের নিচে এবং পিতা জীবিত না থাকলে।এছাড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের কর্মচারী, কল্যান ট্রাষ্টের কর্মচারী, জিআরপি সদস্য, পার্টটাইম কর্মচারী, রেলওয়ের বিভন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী গন ও তাদের পরিবারের সদস্য গন ও নির্ভরশীল আত্মীয় গন পাশ পাবার অধিকার ভুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন