বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

ফেস- বুকের উপর পাত্থর চাঁপা

কে যে ফেবু বন্ধ করা হল, জানিনা বা হয়ত অামার সীমিত জ্ঞানে বুঝার অক্ষমতা। যারা দেশের মানুষের মাথা - মুন্ডুর মালিক তারাই ইচ্ছে মত আপনার ব্যক্তি স্বাধীনতায় অাঙ্গুল দিতে পারে,  তবে বাঁকা করে এতে ঘি উঠেনা, পাছার গু বের হয়ে অাসে। কতকজন দুর্বৃত্তকে আটকাতে  বা ঠেকাতে - ঘরের জানালা বন্ধ করে রাখা কতটা সমীচীন তারাই জানেন। সন্ত্রাসীদের যোগাযোগের কত নিরাপদ মাধ্যম অাছে তার কিসসু করতে না পরে সাধারনের প্রিয় ফেবুতে হামলা। বিচিত্র এই দেশের মানুষের কান্ড জ্ঞান। 

শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

রেলওয়ের পাশ বৃত্তান্ত

                              রেলওয়ের পাশের নিয়মাবলী                                                                                   পাশ কি: সহজ ভাবে বলতে গেলে পাশ হল 'অনুমতি পত্র '। অর্থাৎ যে অমুমতিপত্রের দ্বারা রেলওয়েতে ভ্রমনের অনুমতি দেয়া হয় তাকে পাশ বলা হয়।
 পাশ দুই রকমের:কার্ড পাশ ও সুবিধা পাশ।                 
 কারা পাশ পাবেন :১.রেল কর্মচারীর স্ত্রী ২.২৫ বছরের নিচের পূত্র সন্তান বা সৎ ছেলে  ৩. অবিবাহিতনকন্যা বা সৎ কন্যা  ৪. বিধবা কন্যা, সৎ কন্যা, পূত্রবধূ ৫.একজন পালিত সন্তান যদি কর্মচারীর নিজের সন্তান না থাকে  ৬.তালাক প্রাপ্তা কন্যা, যদি কর্মচারীর উপর নির্ভরশীল হয়   ৭.নির্ভরশীলতা সাপেক্ষে যারা পাশ পাবেন :  ১.পিতা মাতা অসমর্থ হলে ২.বিধবা মা বা সৎ মা  ৩. অবিবাহিতা, বিধবা বা সৎ বোন, যদি পিতা জীবিত না থাকে বা সমর্থ হয়  ৪. ভাই বা সৎ ভাই যার বয়স ২১ বছরের নিচে এবং পিতা জীবিত না থাকলে।এছাড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের কর্মচারী, কল্যান ট্রাষ্টের কর্মচারী, জিআরপি সদস্য, পার্টটাইম কর্মচারী, রেলওয়ের বিভন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী গন ও তাদের পরিবারের সদস্য গন ও নির্ভরশীল আত্মীয় গন পাশ পাবার অধিকার ভুক্ত।


















     

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

আজকের ট্রেনের আপডেট

আজ ২১/০১/১৫
বুধবার
৭৫৪- সিল্কসিটি -রাইট টাইম।
৭৬৯-ধুমকেতু  ০১-২০ মিনিট
৭৬০- পদ্মা রাইট টাইম ছাড়বে।
৭৭০ - ধুমকেতু রাইট টাইম ছাড়বে
৭০৫ - একতা -৩৫ মিনিট
৭৬৩ - চিত্রা - ৩০ মিনিট
৭২৫ - সুন্দরবন রাইট টাইম ছাড়বে।
৭৫১ -  লালমনি ২০/২১-০১তারিখের     কম্বাইন্ডলি ছাড়বে।
৭৫২ - লালমনি ২০/২১-০১ তারিখের কাল রাইট টাইম ছাড়বে।
ধন্যবাদ।