বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

রেলের ভুলে যাওয়া ইতিহাস

ভুলে যাওয়া ইতিহাস ঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় রেলের অনেক স্হাপনা বর্তমানে জরাজীর্ন অবস্হায় পড়ে আছে। বৃটিশ আমলের আই ডব্লিড এর ইউরোপিয়ান দোতালা বাংলো, লোকোসেড,রানিং রুম, স্টেশন মাষ্টারের অফিস। এগুলোর বেশির ভাগ ভূমি দস্যুরা দখলে। রেলের বৈদ্যুতিক খুটিগুলো এখনও প্রতিকী ভাবে রেলের স্হাপনার জানান দিচ্ছে।
গোদাগাড়ী -আমনুরা রেললাইনের এমব্যান্কমেন্ট সারি সারি গাছ যেন পাহারা দিয়ে চলছে।গোদাগাড়ী থেকে স্টীমারে পদ্মা পার হয়ে ওপারে লালগোলায় আবার ট্রেনে উঠতে হতো।
গোদাগাড়ী আমনুরা লাইনটির কার্যক্রম 1965 সালের পাক- ভারত যুদ্ধের সময় সাময়িক বন্ধ ঘোষনা করা হয় এবং 1967 সালে লাইনটি পরিতক্ত ঘোষনা করা হয়। নেতাজী সুভাষ চন্দ্র বোস এ পথে রাজশাহীতে এসেছিলেন। রেলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যাদের আগ্রহ তারা দেখে আসতে পারেন। রাজশাহী থেকে মহিষালবাড়ী নেমে ভিতরে কিছুদুর গেলে পদ্মার ধার ঘেঁষে স্হাপনা গুলো আপনাকে পুরোনো দিনের ইতিহাসের ছোঁয়ায় অাপ্লুত করবে নিশ্চয়ই।
ধন্যবাদ।